নিজস্ব প্রতিনিধি, পেকুয়া- কক্সবাজারের পেকুয়ায় কর্তব্যরত কাজে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
১৫ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরের দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঘোষালপাড়া এলাকায় লবণ মাঠে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে সন্ত্রাসী কায়দায় লবণ লুটের অভিযোগে, হয়রানির শিকার লবণ চাষীদের মানববন্ধনের সংবাদ সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে।
এসময় স্থানীয় ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা সাইফুল ও সন্ত্রাসী এহসানের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসীদের হামলার ঘটনায় গুরুতর আহত সাংবাদিক আবদুল্লাহ আনসারী ও ফটোগ্রাফার সজীব কে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই সময় সাংবাদিকদের কাছে থাকা ১টি ড্রোন ক্যামেরা, ১টি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
আহত সাংবাদিক এম আবদুল্লাহ আনসারী পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার পেকুয়া উপজেলা প্রতিনিধি। অপর আহত ফটোগ্রাফার সজীব উপজেলার সদর ইউনিয়নের বকসু চৌকিদার পাড়া এলাকার মৃত নাছির উদ্দীনের ছেলে।
এই বিষয়ে প্রত্যেকদর্শী ও সচেতন মহলের দাবি, দেশে সংবাদ কর্মীর ওপর হামলার ঘটনায় অতীতে নিরপেক্ষ ও বিচার বহিভুর্ত থাকায় দিন দিন সাংবাদিকের ওপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।
এসময় তারা আরো জানান, সাংবাদিকগণ জাতির বিবেক, সাংবাদিকদের ওপর এমন ঘটনা খুবেই দুংখজনক।
এ প্রসঙ্গে পেকুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল মোস্তফা জানান, সাংবাদিকদের সাথে হামলার বিষয়ে জেনেছি। লিখিত অভিযোগ পেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।